Surah Al-Fatihah (সূরা আল ফাতিহা )Landed in Makkaমক্কায় অবতীর্ণ -Ayat 7
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল্লাহর শুরু করছি নামে যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু।
Starting with the name of Allah, the Most Generous, the Most Forgiving.
Surah AL-Fatihah
۞اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينِ
۞الرَّحْمٰنِ الرَّحِيْمِ
۞مٰلِكِ يَوْمِ الدِّيْنِ
۞اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْن
۞اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ
غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآ لِّيْنَ
۞
Surah Fatiha English Translation
1. All praise belongs to Allah, the nurturer and Sustainer of all the worlds.
2.Most Gracious, Most Merciful.
3.Master of the Day of Judgment.
4.We worship You, and Your help we seek.
5.Show us the straight way.
6,7.This is the way of those whom You have bestowed Your blessings upon, who have not earned Your anger, and who have not gone astray.
Surah Fatiha Bangla Translation
1.সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টিজগতের প্রতিপালক ও রব।
2.যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
3.যিনি বিচার দিনের মালিক।
4.আমরা তোমারই গোলামী করি, এবং তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করি।
5.আমাদেরকে সরল পথ দেখাও
6,7.এটি তাদের পথ যাদের উপর আপনি আপনার অনুগ্রহ বর্ষণ করেছেন, যারা আপনার গজব পোষণ করেননি এবং যারা পথভ্রষ্ট হননি।